নটরডেমিয়ানস সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটি-এর আসন্ন কার্যনির্বাহী কমিটির নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহের আহ্বান জানানো যাচ্ছে। মনোনয়নপত্র সংগ্রহের জন্য প্রার্থীকে অবশ্যই সাবেক নটরডেমিয়ান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় – এর ১৬ তম, ১৭ তম, ১৮ তম, ১৯ তম অথবা ২০ তম ব্যাচের শিক্ষার্থী হতে হবে।
নির্বাচনী পদ ও মনোনয়ন ফি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচের টেবিলে প্রদান করা হলো:
| পদবী | যোগ্য ব্যাচ | মনোনয়ন ফি (টাকা) |
|---|---|---|
| সভাপতি | ১৬ তম ও ১৭ তম ব্যাচ | ১,২০০ |
| সাধারণ সম্পাদক | ১৬ তম ও ১৭ তম ব্যাচ | ১,০০০ |
| যুগ্ম সাধারণ সম্পাদক | ১৭ তম ব্যাচ | ৮৫০ |
| প্রচার সম্পাদক | ১৮ তম ব্যাচ | ৭৫০ |
| দপ্তর সম্পাদক | ১৯ তম ব্যাচ | ৬০০ |
| কার্যনির্বাহী সদস্য | ২০ তম ব্যাচ | ৫০০ |
সকল আগ্রহী প্রার্থীদের যথাযথ যোগ্যতা অনুযায়ী আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।